Mayaboti Meghe Elo Tandra Lyrics by Sandhya Mukherjee :
Mayaboti Meghe Elo Tandra Song Is Sung by Sandhya Mukherjee. Same Song Is Sung by Indrani Sen, Anuradha Paudwal, Chandrima, Piu Mukherjee And Many Various Artists In Their Own Way. Music Composed by Nachiketa Ghosh. Mayaboti Meghe Elo Tandra Lyrics In Bengali Written by Shibdas Banerjee.
Song : Mayaboti Meghe Elo Tandra
Singer : Sandhya Mukherjee
Music Director : Nachiketa Ghosh
Lyricist : Shibdas Banerjee
Label : Saregama India Ltd
Mayaboti Meghe Elo Tandra Song Video :
Mayaboti Meghe Elo Tandra Song Lyrics In Bengali :
মায়াবতী মেঘে এলো তন্দ্রা
তুল-তুল রাঙা পায়েতে,
ফুল-ফুল বন ছায়েতে,
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে,
মায়াবতী মেঘে এল তন্দ্রা।
গুন, গুন গুন গুন
ফিরে এল ওই ফাল্গুন,
পথিক মেয়ে হয় চঞ্চল
কাঁকন বাজে ঠুন-ঠুন-ঠুন।
গুন, গুন গুন গুন
ফিরে এল ওই ফাল্গুন,
পথিক মেয়ে হয় চঞ্চল
কাঁকন বাজে ঠুন-ঠুন-ঠুন।
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে,
মায়াবতী মেঘে এলো তন্দ্রা
তুল-তুল রাঙা পায়েতে,
ফুল-ফুল বন ছায়েতে,
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে,
মায়াবতী মেঘে এল তন্দ্রা।
ছুন, ছুন ছুন ছুন
ঝুমুর বাজে কার রুমঝুম,
মহুল বনে মৌ দোল-দোল
দু′নয়নে নেই, নেই ঘুম।
ছুন, ছুন ছুন ছুন
ঝুমুর বাজে কার রুমঝুম,
মহুল বনে মৌ দোল-দোল
দু′নয়নে নেই, নেই ঘুম।
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে,
মায়াবতী মেঘে এল তন্দ্রা
তুল-তুল রাঙা পায়েতে,
ফুল-ফুল বন ছায়েতে,
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে,
মায়াবতী মেঘে এল তন্দ্রা।
মায়াবতী মেঘে এলো তন্দ্রা লিরিক্স – সন্ধ্যা মুখার্জী :
Mayaboti Meghe Elo Tandra
Tultul ranga payete
Ful ful bon chayete
Polasher rong rangalo kokhon
Chokhe se shopon anke
Mayabati meghe elo tandra
Goon, Goon Goon Goon
Phire elo oi falgun
Pothik meye hoy chanchal
Kakon baaje thun thun thun
Chun, chun chun chun
Jhumur baaje kar rumjhum
Mohul bone mou dol dol
Du nayane nei nei ghum
Polasher rong rangalo kokhon
Chokhe se shopon anke
Mayaboti meghe elo tondra
News About Mayaboti Meghe Elo Tandra Lyrics Information In Bengali Font : মায়াবতী মেঘে এলো তন্দ্রা গানটি গেয়েছেন সন্ধ্যা মুখার্জী। গানটির সুর দিয়েছেন নচিকেতা ঘোষ। মায়াবতী মেঘে এলো তন্দ্রা গানের লিরিক্স লিখেছেন শিবদাস ব্যানার্জী।
Sandhya Mukherjee