Projapati Title Track Lyrics In Bengali :
সে প্রজাপতির মতো উড়ে যায়
তার মতিগতি বাপু বোঝা দায়,
যেন এক প্রদীপেতে ভরা জীন সে
খুব নাটকীয় এক সিন সে।
যদি কেউ বিয়ের ফাঁদে পড়তে চাও
তাহলে নির্বিবাদে তার কাছে সে কথা জানাও।
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো,
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো।
প্রজাপতির পাখায় কত স্বপ্ন যাচ্ছে উড়ে
পক্ষীরাজের ঘোড়ায়
আমরা একে একে দুইয়ে।
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো,
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো।
হ্যাপি গো লাকি তার ডাকনাম
প্রচুর ধার বাকি সে স্বপ্নের গোলাম
জীবন জুড়ে দেওয়ার মতো সেলোটেপ
দেখো আকাশ পথে মেঘের রথে এলো কে
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো,
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো।
Projapati Title Track Lyrics In English :
Se projapotir moto ure jaay
Taar motigoti bapu bojha daay
Jeno ek pradeepe te bhora jin se
Khub natokiyo ek scene se
Jodi keu biiyer fande porte chao
Tahole nirbibade tar kache se kotha janao
E kahini e jiboni se nijeri moto
Prajapatir pakhay joto shopno jacche ure
Pokkhirajer ghoray amra eke eke duiye
Happy go lucky tar daaknaam
Prochur dhaar baki se shopner golam
Jibon jure deowar moto selotape
Dekho akash pothe megher rothe elo ke