Shiray Chhote Traffic Lyrics | শিরায় ছোটে ট্র্যাফিক | Manobjomin | Somlata

0
42


Shiray Chhote Traffic Lyrics Written by Srijato And Song Is Sung by Somlata Acharya Chowdhury from Manobjomin Bengali Movie. Music Composed by Joy Sarkar. Starring Parambrata Chattopadhyay, Priyanka Sarkar, Paran Bandopadhyay And Others. Manobjomin Bengali Movie Directed by Srijato Bandopadhyay.

Shiray Chhote Traffic Song Credits :

Song Name : Shiray Chhote Traffic 

Singer : Somlata Acharya Chowdhury 

Lyrics : Srijato

Music Director And Composer : Joy Sarkar 

Programming : Sabuj – Ashish

Recording, mixing, and mastering : Goutam Basu

Guitar : Sanjoy Das

Electric upright bass : Arindam Chatterjee 

Guitars recorded by : Niraj Singh

Director : Srijato Bandopadhyay

DOP : Supriyo Dutta

Produced by : Rana Sarkar

Music Label : Sony Music East 

শিরায় ছোটে ট্র্যাফিক, সারারাত্রিব্যাপী

তবু তোমার আসতে এত দেরি,

হিংসে আতসবাজি, সময় বড্ড ফাজিল

রক্ত দেখে বলে ব্লাডি মেরি। 

 

শরীর ভাঙে জলে, লিটল ম্যাগের স্টলে

আদর ভাঙে নরম টিরামিসু,

বিষাদ ফিরি করে, একলা ফেরে ঘরে

লোকে বলে সে কলকাতার যিশু। 

 

এই শহরে সইয়ে নিলে অনেক কিছু সয়

নোনতা চোখে মিথ্যে আলো, 

ঠোঁটে মিঠে ভয়। 

 

রাত বাড়লে কে জানে কী হয়। 

 

বারুদ জমে গ্লাসে, আগুন ভালবাসে

পোড়ার সময় খুচরো দেখে নিও,

নেশায় তুরূপ তারা, পোশাক দিশেহারা

সময় যেন একা ডিক্যাপ্রিও। 

 

কে আস্তিনে ছুরি, গোপন জারিজুরি

তোমার কাছে নালিশ লিখে রাখি,

বোতাম খোলা ছাদে, সেলাই পড়ে চাঁদে

জুয়ায় হারি জোচ্ছনা জোনাকি। 

 

এই শহরে সইয়ে নিলে অনেক কিছু সয়

নোনতা চোখে মিথ্যে আলো, 

ঠোঁটে মিঠে ভয়। 

 

রাত বাড়লে কে জানে কী হয়। 

 

তুমিও আসতে পারতে, বিকেলে মমার্তে

প্যাস্টেলেই আঁকা হতো সে ছবি,

সময় কাটা ঘুড়ি, নিখোঁজ হওয়া ট্যুরিস্ট

ভালবাসা বড্ড ক্লস্ট্রোফোবিক। 

 

কৌটো ভ্রমর সন্ধি, অন দ্য রকস-এ মন দিই

রেশম খুঁজে মরে বৃষ্টি-বরফ,

দস্তানায় কী স্পর্শ, লক্ষ আলোকবর্ষ

সেরে গেছে গতজন্মের জ্বরও। 

 

এই শহরে সইয়ে নিলে অনেক কিছু সয়

নোনতা চোখে মিথ্যে আলো, 

ঠোঁটে মিঠে ভয়। 

রাত বাড়লে কে জানে কী হয়

রাত বাড়লে কে জানে কী হয়। 

Shiray Chhote Traffic Lyrics In English :

Shiray chote Traffic, sararatribyapi

Tobu tomar ashte eto deri

Hingshe atoshbaji, somoy boddo phajil

Rokto dekhe bole Bloody Mary

Sorir bhamge jole, little mag’s stall’e

Ador bhange norom tiramisu 

Bisas phiri kore, ekla phere ghore

Loke bole se Calcutta’r Jishu

Eii sohore shoiye nile onek kichu shoy

Nonta chokhe mithey aalo, thote mithey bhoy

Raat barle ke jaane ki hoy 

Barud jome glass e, aagun bhalobase

Porar somoy khuchro dekhe nio 

Neshay turup tara, poshak dishehara,

Somoy jeno eka DiCaprio

 

Ke ashtine churi, gopon jarijuri

Tomar Kache nalish likhe rakhi

Botam khola chade, selai pore chande

Juyay hari jocchona jonaki