কতটা রাগ দেখলে রাগী
সত্যি মিথ্যে আমি বুঝি নাকি,
কতটা হাসলে তুমি হ্যাপি
তোমার হাসিটা মনে ধরে রাখি।
একটু একটু করে বুঝতে পারছি আমি
যাচ্ছে দিনগুলো যত,
ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত।
আ হা হা আর কে বলবে বলো
তোমার মতন করে –
সাবধানে বাবা বাড়ি ফিরো।
কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো।
কীভাবে যে বদলে যাচ্ছি আমি
আয়নায় তোমায় মুখটা দেখতে পাই,
আমার হাটা চলা কথা বলা
তোমার সাথে কোথাও মিলে যায়।
তুমি আছো আমার স্বভাবে শিরদাঁড়ায়
কতটা জেদ দেখালে জেদি,
তোমার জেদও আমি পুষে রাখি
কতটা দুঃখ পেলে কাঁদো,
তোমার কান্না মুছে দেব নাকি।
একটু একটু করে বুঝতে পারছি আমি
যাচ্ছে দিনগুলো যত,
ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত।
আ হা হা আর কে বলবে বলো
তোমার মতন করে –
সাবধানে বাবা বাড়ি ফিরো।
কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো।
Tumi Amar Hero Lyrics In English :
Kotota raag dekhale ragi
Sotti mitthey ami bujhi naki
Kotota hasle tumi happy
Tomar hasita mone dhore rakhi
Ektu ektu kore bujhte parchi ami
Jacche dingulo joto
Kromosho amar chaya tomar songge mishe
Kichuta ami tomar moto
Aar ke bolbe bolo Tomar moton kore
Sabdhane baba bari phiro
Kauke bolini ami konodin mukh futey
Asole tumi amar hero
Kivabe je bodle jacchi ami
Aaynay tomar mukhta dekhte pai
Amar hata chola kotha bola
TOmar sathe kothao miley jaay
Tumi acho amar sovabe shirdaray
Kotota jeed dekhale jedi
Tomar jeed o ami pushe rakhi
Kotota dukkho pele kando
Tomar kanna muche debo naki
দেওব ও মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি বাংলা সিনেমার গান তুমি আমার হিরো গানের কথা লিখেছেন সুর দিয়েছেন এবং গানটি গেয়েছেন অনুপম রায়।