শাওন গগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে,
শাওনগগনে ঘোর ঘনঘটা।
কুঞ্জপথে, সখি, ক্যায়সে যাওব
কুঞ্জপথে, সখি, ক্যায়সে যাওব,
অবলা কামিনী রে ..
শাওনগগনে ঘোর ঘনঘটা
নিশীথয়ামিনী রে,
শাওনগগনে ঘোর ঘনঘটা।।
উন্মদ পবনে যমুনা তর্জিত
ঘন ঘন গর্জিত মেহ,
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত
থরহর কম্পিত দেহ,
ঘন ঘন রিমঝিম, রিমঝিম রিমঝিম,
বরখত নীরদপুঞ্জ,
শাল-পিয়ালে, তাল-তমালে
নিবিড়-তিমিরময় কুঞ্জ।।
কহ রে সজনী এ দুরুয়োগে
কুঞ্জে নিরদয় কান,
কহ রে সজনী এ দুরুয়োগে
কুঞ্জে নিরদয় কান,
দারুণ বাঁশী কাহে বাজায়ত
দারুণ বাঁশী কাহে বাজায়ত,
সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে
সিঁথি লাগা দে ভালে,
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম
বাঁধহ চম্পকমালে।।
গহন রয়নমে ন যাও, বালা
নওল-কিশোরক পাশ,
গরজে ঘন ঘন, বহু ডর পাওব
গরজে ঘন ঘন, বহু ডর পাওব
কহে ভানু তব দাস।
শাওনগগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে,
শাওনগগনে ঘোর ঘনঘটা,
কুঞ্জপথে, সখি, ক্যায়সে যাওব
কুঞ্জপথে, সখি, ক্যায়সে যাওব,
অবলা কামিনী রে ..
শাওনগগনে ঘোর ঘনঘটা
নিশীথয়ামিনী রে,
শাওনগগনে ঘোর ঘনঘটা।।
Sawan Gagane Ghor Ghanaghata Lyrics In English :
Shaono Gagane Ghor Ghanaghata
nishithajaamini re
Kunjopothe sokhi kayse jawob
abala kamini re
Unmada pobone jamuna tarajito
ghana ghana garajito meha
Damakata bidyut pathataru lunthita
tharahara kampita deho
Ghana ghana rim jhim rim jhim rim jhim
barakhata niradapunja
Shaal-piyale taal-tamaale
nibira timirmoyo kunja
Kaha re sajani,
e duruyoge kunje niraday kaan
Daruna banshi kahe bajayat
sakarun radha naam
Motima haare besh bana de
sithi laga de bhaale
Urahi biluntthita lol chikur mama
bandho champakamale
Gahana rayanome na jaao bala
nawal kishorak paash
Garaje ghana ghana bahu dara pawaba
kahe bhanu tobo das
Sawan Gogone Ghor Ghonoghota
বর্ষার গান রবীন্দ্র সংগীত শাওন গগনে ঘোর ঘনঘটা গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।