আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই,
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই।
একটা নীল জোছনা রাতে
এক মুক্ত আকাশ সাথে,
শান্ত শীতল শহরে দুজনে।
একটা নীল জোছনা রাতে
এক মুক্ত আকাশ সাথে,
শান্ত শীতল শহরে দুজনে।
আমি এক গরীব প্রেমিক নীলা
আমার আর কোথাও যাওয়ার নেই।।
আমার ভাঙ্গা ঘরে
আমার ভাঙ্গা ঘরে
ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে যখন,
আমি বুকটা পেতে আগলে রাখতে জানি
তুমি এই বুকেতেই রাখবে মাথা মানি,
আমি বুকটা পেতে আগলে রাখতে জানি
তুমি এই বুকেতেই রাখবে মাথা মানি।
আমি এক গরীব প্রেমিক নীলা
আমার আর কোথাও যাওয়ার নেই,
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই।
তোমার শরীরী জ্বরে
তোমার শরীরী জ্বরে
উসুম উসুম জলপড়া হব আমি,
তুমি ভাত তুলে দিয়ে অপেক্ষা করো আমার
আমি মাড় গেলে দিয়ে
ভাত বেড়ে দেবো তোমায়,
তুমি ভাত তুলে দিয়ে অপেক্ষা করো আমার
আমি মাড় গেলে দিয়ে
ভাত বেড়ে দেবো তোমায়।
আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই,
আমি এক গরীব প্রেমিক নীলা
আমার আর কোথাও যাওয়ার নেই।
একটা জীর্ণ শীর্ণ মানিব্যাগ
তাতে খুচরো পয়সা গোঁজা,
আর তোমার একটা সাদা কালো ছবি এই।
আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই,
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই,
আমি এক গরিব প্রেমিক নীলা।
আমি এক গরিব প্রেমিক নীলা লিরিক্স – অর্ঘ্য দেব :
Ami ek gorib premik neela
Amar aar kicchu korar nei
Ami ek gorib premik nela
Tomake kicchu debar nei
Ekta neel jochona raate
Ek mukto akash sathe
Shanto shitol shohore dujone
Ami ek garib premik nela
Aar aar kothay jaowar nei