Rongmoshal Lyrics by Ishan Mitra :
Baba Baby O Bengali Movie Cast : Jisshu Sengupta, Solanki Roy, Bidipta Chakraborty, Gourab Chatterjee, Reshmi Sen, Rajat Ganguly, Mainak Chatterjee And Others.
Song : Rongmoshal
Movie : Baba Baby O
Singer : Ishan Mitra
Composition : Amit-Ishan
Lyrics : Ritam Sen
Recording Engineer: Soumen Paul
Directed by : Aritra Mukherjee
Written by : Zinia Sen
Produced by : Nandita Roy and Shiboprosad Mukherjee
Label : Windows Production
Rongmoshal Song Lyrics In Bengali :
এক চুমুক তোর চোখের
দিস বরং আমায়,
গুনতে দিস তোর কপালের ঢেউ,
তোর চিবুক হাসলে তুই
সময় থামায়,
তোর সাথে,
আজ অনেক দূর হাঁটবে বলে কেউ
ডাক পাঠায়.. রোদ্দুরে ভিজে যায়
রংমশাল, জ্বলে কোন ছোঁয়ায়।
সংগোপনের সুখ, ইচ্ছে অহেতুক
স্বপ্নে আমার খুঁজেছি তোকেই,
তোর মুখের আদল, শঙ্খচিলের দল
নিটোল ডানায় উড়ছে তো উড়ছেই।।
ভাসে অথৈ, একা চড়ুই
খড়কুটো সে চায়,
ঘর বাঁধার ইচ্ছে তার
তোর সাথে।
সাদা-কালো অলিগলি
খুঁজছি তুই কোথায়,
এক পলক মিললে চোখ
বলবো দাঁড়াতে,
কখনো.. যদি তুই পথ হারাস
ভুল করে.. যদি তোর হাত বাড়াস।
সংগোপনের সুখ, ইচ্ছে অহেতুক
স্বপ্নে আমার খুঁজেছি তোকেই,
তোর মুখের আদল, শঙ্খচিলের দল
নিটোল ডানায় উড়ছে তো উড়ছেই।।
রংমশাল লিরিক্স – ঈশান মিত্র :
Ek chumuk tor chokher
Dis borong amay
Gunte dis tor kopaler dheu
Tor chibuk hasle tui somoy thamay
Tor sathe aaj onek dur hantbe bole keu
Daak pathay roddure bhije jay
Rangmoshal jwale kon choway
Songoponer sukh ichhe ohetuk
Shopne amar khujechi tokei
Tor mukher aadol, shonkhochil er dol
Nitol danay urche toh urchhei
Bhase othoi eka chorui
Khurkuti se chay
Ghor bandhar iche taar tor sathe
রংমশাল গানটি গেয়েছেন ঈশান মিত্র। গানটি বাবা বেবি ও বাংলা মুভির গান। গানটির সুর দিয়েছেন অমিত-ঈশান। রংমশাল গানের লিরিক্স লিখেছেন রীতম সেন।
Baba Baby O,
Ishan Mitra,
Jisshu Sengupta,
Ritam Sen,
Solanki Roy