Opekhyay Tomar Lyrics by Rishi Panda :
Song : Opekhyay Tomar
Singer : Rishi Panda
Music & Lyrics : Somrik Dinda
Mix & Master : Swayan Majumder
Illustration : Rishi Panda
Opekhyay Tomar Song Lyrics In Bengali :
শেষের আকাশ, বিমর্ষ আলোয়
মেঘের পথে জোছনা,
স্তব্ধ হৃদয়ের, নির্গত নেশায়
আঁধার রাতের নীলিমা।
অলেখা লিপির, অর্থে অভাব
নিঃসঙ্গ স্মৃতির ছোঁয়া,
সংগৃহীত, চিঠির খামে
প্রণয়ের চাওয়া পাওয়া ..
অজ্ঞাত কোন, ঠিকানায়
বিধ্বস্ত মন পাড়ি দেয়,
কল্পিত প্রেমের, শহরে
অপেক্ষায় তোমার।।
ঠোঁটের মাঝে, স্নিগ্ধ হাসি
আলো ফোটে উষ্ণতায়,
তোমার আমার, গল্পের শেষে
সময়ও হেসে বেড়ায়।
বিষণ্ণতায়, নিরব শহর
সুখে তুমি নারাজ,
ভেসে চলা, তরির সাথে
ডুবলো সে দস্যু জাহাজ ..
অজ্ঞাত কোন, ঠিকানায়
বিধ্বস্ত মন, পাড়ি দেয়,
প্রত্যুষের আলোর আঁধারে
অপেক্ষায় তোমার।
অজ্ঞাত কোন, ঠিকানায়
বিধ্বস্ত মন পাড়ি দেয়,
কল্পিত প্রেমের, শহরে
অপেক্ষায় তোমার।।
অপেক্ষায় তোমার লিরিক্স – ঋষি পণ্ডা :
Shesher akash bimorsho aaloy
Megher poth jochona
Stobdho hridoy nirgoto neshay
Andhar raater nilima
Olekha lipir orther obhab
Nisonggo smritir chowa
Songrihio chithir khame
Pronoyer chawa paowa
Amgoto kon thikanay
Bidhostoh mo paari dey
Kolpito premer shohore
Opekkhay tomar
অপেক্ষায় তোমার গানটি গেয়েছেন ঋষি পণ্ডা। অপেক্ষায় তোমার গানের সুর এবং লিরিক্স লিখেছেন সোমরিক দিন্ডা।
Rishi Panda