Confused Picture Presents Taray Taray Dilam Bole Lofi Song Is Sung by Arob Dey And Sumedha Sengupta from Time Up Bengali Independent Web Series. Song Designed, Arranged And Mix-Mastered by Indraneel Chatterjee. Taray Taray Dilam Bole Lyrics Written by Arob Dey.
তারায় তারায় দিলাম বলে
তুমি আমার আয়না,
পাখির মতন তাকাও চোখে
সে চোখ ভোলা যায় না,
এ মুখচোরা, গোলাপতোড়া,
দেবে কিভাবে যে তোমায়।
বাউন্ডুলে এমন ছেলের
কাছে কেন যে এলে,
হাজার বছর আঁধার ছিল
আলো দিয়েছো জ্বেলে,
সময় যদি হতো নদী
নোঙর যে দিতাম ফেলে।
তারায় তারায় দিলাম বলে
তুমি আমার আয়না,
পাখির মতন তাকাও চোখে
সে চোখ ভোলা যায় না।।
হারাই যদি ভিড়ের মাঝে
খুঁজে নিও বুকের কাছে,
বন্দী করে যন্ত্রণাকে
তোমায় দিলাম এই ঝিনুকে,
তোমায় ছাড়া, আর তো কিছুই,
চাইনা তোমার থেকে।
তোমার আসার খবর বাতাস
নিয়ে আসে যে বয়ে,
বলার ছিল কথার পাহাড়
শব্দেরা যায় হারিয়ে,
এ মুগ্ধতা, যে রূপকথার,
মতোই অলীক মনে হয়।
তারায় তারায় দিলাম বলে
তুমি আমার আয়না,
পাখির মতন তাকাও চোখে
সে চোখ ভোলা যায় না।।
তারায় তারায় দিলাম বলে লিরিক্স – টাইম আপ ওয়েব সিরিজ :
Taray taray dilam bole
Tumi amar aayna
Pakhir moton takao chokhe
Se chokh bhola jaay na
E mukhchora golaptora
Debe kivabe je tomay
Baundule emon cheler
Kache keno je ele
Hajar bochor andhar chilo
Aalo diyecho jwele
Somoy jodi hoto nodi
Nongor je ditam fele
তারায় তারায় দিলাম বলে গানটি গেয়েছেন আরব দে ও সুমেধা সেনগুপ্ত। গানটি টাইম আপ ওয়েব সিরিজের গান। তারায় তারায় দিলাম বলে গানটির লিরিক্স এবং সুর দিয়েছেন আরব দে।