শীত বিকেলের রোদ
ক্লান্ত সে অনুরোধ,
রেখে গেছে প্রেয়সীর
ওড়নাতে জলছাপ,
দোতালা বাসের ভীড়
বিষাদেই চৌচির,
জীবনের গল্পটা
ঝরে যায় চুপচাপ।
সে তো কানামাছি খেলা
ছুটির বিকেলবেলা,
উড়ে চলে হাওয়াতে
মিছে চাওয়াপাওয়াতে।
সুখগুলো বহুদূর, শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে,
সিগারেটে আগুনটা
জ্বলে ওঠে শেষবার,
তারপর হয়ে যায় ফ্যাকাশে।
আমাদের সুখগুলো উড়ে এসে নির্জনে
নীরবেই মিশে যায় আঙিনায়,
মৃত ঘাসফড়িঙের খণ্ডিত দেহে কী
রং খোঁজো বলো মিছে বাহানায় ?
তোমাদের চেনা মুখগুলো জানো কতদিন
মেঘ হয়ে ভাসেনি এ আকাশে।
শীত বিকেলের রোদ
ক্লান্ত সে অনুরোধ,
রেখে গেছে প্রেয়সীর
ওড়নাতে জলছাপ,
দোতালা বাসের ভীড়
বিষাদেই চৌচির,
জীবনের গল্পটা
ঝরে যায় চুপচাপ।
সে তো কানামাছি খেলা
ছুটির বিকেলবেলা,
উড়ে চলে হাওয়াতে
মিছে চাওয়াপাওয়াতে।
সুখগুলো বহুদূর, শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে,
সিগারেটে আগুনটা
জ্বলে ওঠে শেষবার,
তারপর হয়ে যায় ফ্যাকাশে।
তোমরা যেদিন শহরে আসবে লিরিক্স – মেট্রোলাইফ ব্যান্ড :
Sheet bikeler rod klanto se anurodh
Rekhe geche preyoshir Ornate jolchap
Dotala bus Er bhir bishadei chouchir
Jiboner golpota Jhore jaay chupchap
Se toh kanamachi khela chutir bikelbela
Ure chole hawate miche chaowapaowate
Sukh gulo Bohudur sohortolir buk
Shunnota nirjon akashe
cigarette e aagun ta jwale othey seshbar
Tarpor hoye Jaay fekashe