Kichudin Mone Mone Lyrics Folk Song :
Kichudin Mone Mone Bengali Folk Song Is Sung by Mili from The Miliputs Band. Same Song Is Sung by Pousali Banerjee, Pousali Banerjee, Spondon Bhattacharya, Sahana Bajpaie, Aditi Saha And Many Various Artists In Their Own Way.
Song : Kichudin Mone Mone
Artist : The Miliputs
Lyricist : Traditional
Music Arranger : Shameek Kundu
Label : INRECO Entertainment
Kichudin Mone Mone Song Lyrics In Bengali :
কিছুদিন মনে মনে,
কিছুদিন মনে মনে ঘরের কোণে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে,
কিছুদিন মনে মনে।
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে,
দেখিস যেন কেউ না জানে,
কেউ না শোনে, কেউ না বোঝে,
কিছুদিন মনে মনে,
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে।
শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে,
শ্যামকে যখন পড়বে মনে
ও তুই চাইবি কালো মেঘের পানে,
রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে,
কিছুদিন মনে মনে।
শ্যাম শায়রে নাইতে যাবি
গায়ের বসন ভিজবে কেনে?
শ্যাম শায়রে নাইতে যাবি
ও তার গায়ের বসন ভিজবে কেনে?
শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
তোর গায়ের বসন ভিজবে কেনে ?
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে,
কিছুদিন মনে মনে।
কিছুদিন মনে মনে লিরিক্স :
Kichudin mone mone ghorer kone
Shyamer pirit rakh gopone
Isharay koibi kotha gothe mathe
Dekhis jeno keu na jane
Keu na shone keu na bojhe
Shyam ke jokhon porbe mone
Chaibi kalo megher paane
Rannashale kadbi bose
Vije kath diye unune
Shyam shayore naite jabi
Gayer boson vijbe kene
Shayore satar diye ashbi phire
Bengali Lyrics,
Folk Song