Amar Desh Lyrics (আমার দেশ) Nachiketa Chakraborty Song

0
32


আমার ভাষার উপর যদি কারো 

চলে দখলদারি,

আমি কিন্তু আঙ্গুল তুলে 

প্রশ্ন করতে পারি,

আমার মাটির উপর কাঁটাতারের 

ছায়াও যদি পড়ে,

আজ আর আমি মুঠো তুলে 

বলবো সমস্বরে – 

চোখ রাঙ্গানো অত সহজ নয়। 

 

আমি পাবোনা পাবোনা

আমি পাবোনা আর ভয়,

স্বপ্নে আমি সকাল দেখি  

দেখি রাতের শেষ,

স্বপ্নে আমি সকাল দেখি  

দেখি রাতের শেষ,

এটাই আমার জন্মভূমি 

এটাই আমার দেশ …

এটাই আমার জন্মভূমি 

এটাই আমার দেশ,

এটাই আমার জন্মভূমি 

এটাই আমার দেশ। 

আমার মাটি, আমার ধান 

আমার কণ্ঠ, আমার গান,

আমার আকাশ, আমার ঘর 

আমার যদি, আমার চর,

মানুষ শুধুই মানুষ চেনে   

যতই চেনা জাত,

মানুষ শুধুই মানুষ চেনে   

যতই চেনা জাত,

এই ঘরেতেই লালন আছে 

আর রবীন্দ্রনাথ,

এই ঘরেতেই লালন আছে 

আর রবীন্দ্রনাথ,

চোখ রাঙানো এতো সহজ নয়। 

আমি পাবোনা পাবোনা

আমি পাবোনা আর ভয়।।

স্বপ্নে আমি সকাল দেখি  

দেখি রাতের শেষ,

স্বপ্নে আমি সকাল দেখি  

দেখি রাতের শেষ,

এটাই আমার জন্মভূমি 

এটাই আমার দেশ …

এটাই আমার জন্মভূমি 

এটাই আমার দেশ,

এটাই আমার জন্মভূমি 

এটাই আমার দেশ ….

আমার দেশ লিরিক্স – নচিকেতা চক্রবর্তী :

Amar bhashar upor jodi karo

Chole dokholdari

Ami kintu angul tule

Proshno korte pari

Amar matir upor katatarer

Chayao jodi pore

Aaj aar ami mutho tule

Bolbo somosware

Chokh rangano oto sohoj noy

Ami pabona pabona

Ami pabona aar bhoy

Shopne ami sokal dekhi

Dekhi raater shesh

Atai amar jonmobhumi

Etai amar desh



Read Also:  Dishehara Tui Lyrics (দিশেহারা তুই) Shuvro