Shesh Kanna Lyrics (শেষ কান্না) Tanveer Evan | Benazir

0
76


সবকিছু বদলে গেলো এক রাতের নিমেষে 

তুমি হারিয়ে যাবে বলেছিলে কবে,

আজ তোমায় হারিয়ে আমি একা এই রাতে

ভাবনাতে তোমাকে খুঁজেছি কি তবে। 

ভাবি তুমি আসবে ফিরে

ধরবে হাতগুলো,

বলবে তুমি কেঁদো না

ফিরে এসেছি এই দেখো,

আর বলবে কেঁদো না তুমি

এবারই তো শেষ কান্না,

বসে আছি আমি তোমার জন্যে

আসোনা, ফিরে আসোনা,

আসোনা, ফিরে আসোনা।।

ফিরে এসেছি, ভালোবেসে,

তোমায় আমি প্রতিটিবার,

সব ব্যাথা ভুলে, সব কষ্ট ফেলে

এসেছি আজি আমি তোমার কাছে,

তবু তুমি নেই আজ আমার পাশে

হারিয়ে গেছো তুমি বহুদূরে।

ভাবি তুমি আসবে ফিরে

ধরবে হাতগুলো,

বলবে তুমি কেঁদো না

ফিরে এসেছি এই দেখো,

আর বলবে কেঁদো না তুমি

এবারই তো শেষ কান্না,

বসে আছি আমি তোমার জন্যে

আসোনা, ফিরে আসোনা,

আসোনা, ফিরে আসোনা।

I wasn’t ready

I didn’t know

I thought we would last forever

Never thought you would go

But you left me

yes you let me for her

And here i was sick of trying

Tired of crying, was dying 

every morning, every night

5 o’clock, every time i cried

Everything you said you only lied

it was my fault, that i couldn’t know

So baby today in this last song

Is where you belong

cause this time

this time i am gone

যখন আঁধারে পথ হারিয়েছি 

তুমি ছিলে হাতটি ধরে,

যখন ছিলনা কেউ আমার পাশে

তুমি আমায় করেছিলে আপন,

তবু তুমি নেই আজ আমার পাশে 

হারিয়ে গেছো তুমি বহুদূরে। 

আজ সব হারিয়ে আমি 

তোমায় কাছে দাঁড়িয়ে,

জানি তুমি ফিরে আসবেনা

আজ তুমি কোথায় হারিয়ে ?

তুমিতো ছিলে আমারই, তবে

কেনো নেই তোমার চোখে কান্না ?

বসে আছি আমি তোমার জন্যে

আসো না, ফিরে আসো না

Read Also:  Dishehara Tui Lyrics (দিশেহারা তুই) Shuvro

আসো না, ফিরে আসো না।।

শেষ কান্না লিরিক্স – তানভীর ইভান ও বেনজির :

Sobkichu bodle gelo ek raater nimeshe

Tumi hariye jabe bolechile kobe

Aaj tomay hariye ami eka ei raate

Vabnate tomake khujechi ki tobe

Vabi tumi ashbe phire dhorbe haatgulo

Bolbe tumi kedo na

Phire esechi ei dekho

Aar bolbe kedona tumi

Ebari toh shesh kanna

Bose achi ami tomar jonney

Ashona phire ashona

Phire esechi bhalobeshe

TOmay ami protitibar

Sob beytha bhule sob kosto fele

Esechi aaji ami tomar kache

Tobu tumi nei aaj amar pashe

Hariye gecho tumi bohudure