খোদার আরোস হতে
এলো পয়গাম,
দিতে হবে জোড়া বেধে
আজ দুটি নাম।
আ.. আ.. আ.. আ..
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে,
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে।
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে,
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে
ও..বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে।।
বন্ধু স্বজন সাক্ষী রয়
একটি কবুল বলতে হয়,
হায় আল্লা মিলায় যেনো দুটি মন
হায় আল্লা মিলায় যেনো দুটি মন।
স্বপ্ন দেখে কনে বর
একটি সংসার একটি ঘর,
হয়ে যায়রে দুটি হৃদয়ের বন্ধন
হয়ে যায়রে দুটি হৃদয়ের বন্ধন।
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন।
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে,
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে,
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে।।
ছোট্ট তোমার মামনী
বধূ সেজে এখনী,
আজ দেখো পরের ঘরে চলে যায়
আজ দেখো পরের ঘরে চলে যায়।
ভুলবে তাকে কি করে
অশ্রুতে চোখ যায় ভরে,
নিয়তির খেলা বোঝা বড়ো দায়
নিয়তির খেলা বোঝা বড়ো দায়।
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন।
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে,
বধু বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে,
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে।।
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন।
আ.. আ.. আ.. ও..
বধু বেশে কন্যা যখন এলো রে লিরিক্স :
Bodhu beshe konna jokhon elo re
Jeno khushir bonna boye gelo re
Somporko bodle gelo ekti poloke
Ke apon ke je por buja holo re
Badhu bese konna jokhon elo re
Bondhu swajan sakkhi roy
Ektu kabul bolte hoy
Hay allah milay jeno duti mon
Jeno khusir bonna boye gelo re