Jay Shiva Sankara Tila Bhainga Soman Koro Lyrics by Tanmay Kar :
Jay Shiva Sankara Tila Bhainga Soman Koro Song Is Sung by Tanmay Kar. Song Lyrics In Bengali Written by Nandu. Live Sound Mixing and Mastering bySubhajit Roychowdhury And Mrityunjoy Das. This Is A Sivratri Special Bengali Song.
Song : Joy Shiv Sankara Tila Bhainga Soman Karo
Concept & Music Arrangements : Tanmay Kar & Friends
Lyrics : Nandu
Tune : Kumar Kamal
Video & Editing : Eddie
Jay Shiva Sankara Tila Bhainga Soman Koro Song Lyrics In Bengali :
হাতের তালুর মধ্যে রেখে
তর্জনীতে ঠোঁটটা রেখে,
ব্যোম ব্যোম ব্যোম শিব
যত খুশি টেনে যাবো,
ভোলাবাবা সিদ্ধি দেয়
নয়তো আবার মুক্তি দেয়,
ভোলাবাবা সিদ্ধি দেয়
নয়তো আবার মুক্তি দেয়,
জয় শিব শঙ্কর টিলা ভাইঙ্গা সমান করো।
ব্যোম ব্যোম, ব্যোম ব্যোম
ব্যোম ব্যোম ভোলেনাথ ..
জয় শিব শঙ্কর টিলা ভাইঙ্গা সমান করো ..
দেবের দেব মহাদেব
দেখনা বাবা ফিরে দেখ,
দেবের দেব মহাদেব
দেখনা বাবা ফিরে দেখ,
বাবা তুমি কান্ডারী
তোমায় কি আর ভুলতে পারি,
বাবা তুমি কান্ডারী
তোমায় কি আর ভুলতে পারি,
সঙ্গে করে নাও যদি
কৈলাশেও দেবো পাড়ি।
ভোলাবাবা সিদ্ধি দেয়
নয়তো আবার মুক্তি দেয়,
ভোলাবাবা সিদ্ধি দেয়
নয়তো আবার মুক্তি দেয়
জয় শিব শঙ্কর টিলা ভাইঙ্গা সমান করো
জয় শিব শঙ্কর টিলা ভাইঙ্গা সমান কর।
জয় শিব শঙ্কর টিলা ভাইঙ্গা সমান করো লিরিক্স :
Haater talur moddhe rekhe
Torjonite thot ta rekhe
Byom byom byom shiv
Joto khushi tene jabo
Bhola baba siddhi dey
Noyto abar mukti dey
Jai Shiva Sonkoro
Tila Bhainga Soman Karo
Joy Shiv Shankara
Tila Vainga Soman Karo
Bengali Lyrics,
Devotional Song,
Tanmay Kar And Friends