Ogochhalo Mon Lyrics by Taalpatar Shepai :
Ogochhalo Mon Song Is Sung by Taalpatar Shepai from Turu Love Hoichoi Bengali Romance Series. Starring: Rishav Basu, Rajnandini Paul, Ushasi Ray, Sumit Samaddar, and Pinki Banerjee.
Song : Ogochalo Mon
Web Series : Turu Love
Singer : Pritam Das
Music : Taalpatar Shepai
Director : Abhijit Chowdhury
Written by : Arkadeep Nath
Edit and DI : Amir Mondal
DOP : Debashis Banerjee
Production House : Storiboat Production LLP
Label : SVF Music
Ogochhalo Mon Song Lyrics In Bengali :
হঠাৎ ঝিমিয়ে পড়া গানে
ছন্দ বাঁধলো কেউ,
হঠাৎ তাসের দেশে এলো
অবাদ্ধতার ঢেউ।
তুইও কি খবর পেলি
কিসের এই রদবদল ?
চেনা তাও নতুন যে পথ
হেঁটে দেখবি কিনা বল?
এই অগোছালো মন
এতকাল করেছি গোপন,
মেলেছি দখিন বারান্দায়
মিহি বোনা হাওয়ার অপেক্ষায়।
তুইও কি আশঙ্কায়
একই ভাবে স্তব্ধ নিরুপায়,
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে সাজাবি কি আয়।।
উধাও হওয়া রাস্তা ধরে
কতদূর যাবি ?
অভিমানের দরজা খোলা
পিছুটান চাবি।
ক্রমশ এ ভিড় হচ্ছে ফিকে
অন্তঃস্বার শূন্যতায়,
বুকের মাপা সেই যে পথ
শুধু তোকে খুঁজতে চায়।
আজ স্মৃতি বেদুইন
তুই ছাড়া বড্ড বেরঙীন,
হন্নে হয়ে সরাচ্ছি ধূলো
তোর সাথে মুহূর্ত গুলো।
তুইও কি আশঙ্কায়
একই ভাবে স্তব্ধ নিরুপায়,
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে ফিরবি কি আয়।।
এই অগোছালো মন লিরিক্স – তালপাতার সেপাই :
Hotath jhimiye pora gaane
Chondo badhlo key
Hotath taser deshe elo
Obaddhotar dheu
Tuio ki khobor peli
Kiser ei rodbodol
Chena taao notun je poth
Hete dekhbi kina bol?
Ei ogochalo mon
Etokal korechi gopon
Melechi dokhin baranday
Mihi bona hawar opekkhay
Bengali Lyrics,
Hoichoi Web Series,
Taalpatar Shepai