কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
তবু কেন সকাল-দুপুর,
সন্ধ্যা-রাত্রি খুঁজি ?
আমি রোজই ..
খুঁজি, আমি রোজই।
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি।।
এ ঘর ও ঘরে
কোণা-কাঞ্চিতে ভুল,
এ ঘর ও ঘরে
কোণা-কাঞ্চিতে ভুল,
ভুল ? নাকি কাগজের ফুল ?
ভাঁজ খুলে দেখি ফুল নয়
এতো মায়া !
পালিয়ে গিয়েছে তোমার আমার ছায়া
পালিয়ে গিয়েছে তোমার আমার ছায়া।
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি।।
ছায়া খুঁজে মরি
কাটে তাল-ছন্দ,
ছায়া খুঁজে মরি
কাটে তাল-ছন্দ,
ছন্দ ? নাকি বিরহ আনন্দ !
তবুও তো মন চায় অকারণ মুক্তি
তবুও তো মন চায় অকারণ মুক্তি
পাগলা মনতো শোনেনা কারণ যুক্তি
পাগলা মনতো শোনেনা কারণ যুক্তি।
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি ..
কিছুই হলো না
কিছুই হবে না..
এক জীবনের গান লিরিক্স – জলের গান ব্যান্ড :
Kichui holo na kichui hobe na bujhi
Tobu keno sokal dupur
Sondhya raatri khuji Ami rooji
E ghor o ghore kona kanchite bhul
Bhul naki kagojer phool
Vaaj khule dekhi ful noy eto maya
Paliye giyeche tomar amar chaya
Chaya khuje mori kate taal chonddo
Chondo naki biroho anondo
Tobuo toh mon chaay okaron mukti
Pagla mon toh shone na karon jukti