তােমার দুইটি হাতে পৃথিবীর মৌলিক কবিতা – মহাদেব সাহা

0
331

তােমার দুইটি হাতে পৃথিবীর মৌলিক কবিতা – মহাদেব সাহা On BengaliLyrics.Net

তােমার দু’হাত মেলে দেখিনি কখনাে
এখানে যে ফুটে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গােলাপ,
তােমার দু’হাত মেলে দেখিনি কখনাে
এখানে যে লেখা আছে হৃদয়ের গাঢ় পঙক্তিগুলি।
ফুল ভালােবাসি বলে অহঙ্কার করেছি বৃথাই
শিল্প ভালােবাসি বলে অনর্থক বড়াই করেছি,
মূর্খ আমি বুঝি নাই তােমার দুখানি হাত
কতাে বেশি মানবিক ফুল —


বুঝি নাই কতাে বেশি অনুভূতিময়
এই দু’টি হাতের আঙুল।
তােমার দুখানি হাত খুলে আমি কেন যে দেখিনি,
কেন যে করিনি পাঠ এই শুদ্ধ প্রেমের কবিতা !
গােলাপ দেখেছি বলে এতােকাল আমি ভুল করেছি কেবল
তােমার দুইটি হাত মেলে ধরে লজ্জায় এবার ঢাকি মুখ।
তােমার দুইটি হাতে
ফুটে আছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গােলাপ,
তােমার দুইটি হাতে


পৃথিবীর একমাত্র মৌলিক কবিতা।
তােমার দুখানি হাত খুলে আমি কেন যে দেখিনি,
কেন যে করিনি পাঠ এই শুদ্ধ প্রেমের কবিতা !
গােলাপ দেখেছি বলে এতােকাল আমি ভুল করেছি কেবল
তােমার দুইটি হাত মেলে ধরে লজ্জায় এবার ঢাকি মুখ।


তােমার দুইটি হাতে
ফুটে আছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গােলাপ,
তােমার দুইটি হাতে
পৃথিবীর একমাত্র মৌলিক কবিতা।